আইন ভঙ্গ করে সুপার স্টোরে ‘ফাইন কাট’ সিগারেটের বিজ্ঞাপন

চট্টগ্রামের খুলশিতে একটি সুপার স্টোরে এভাবেই সুদৃশ্য বক্সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বেনসন এন্ড হেজেস-এর নতুন ব্র্যান্ড ‘ফাইন কাট’ সিগারেট প্রদর্শিত হচ্ছে। চট্টগ্রামে ধূমপান বিরোধী আন্দোলনে জড়িত সংগঠন ইপসা (YPSA)-র তথ্য মতে, একমাস আগে শহরের বেশ কয়েকটি সুপার শপে মোবাইল কোর্ট পরিচালনার পর বক্সগুলো সরিয়ে নেয়া হয়। কিন্তু সম্প্রতি একই জায়গায় আবার দেখা যাচ্ছে এই নিষিদ্ধ বিজ্ঞাপন। ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী “তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার” অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যে কোন ধরনের বাণিজ্যিক কার্যμম পরিচালনা করা নিষিদ্ধ। এর লঙ্ঘনে তিন মাসের কারাদণ্ড বা ১ লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এবং একই অপরাধ পুনঃ পুনঃ করলে পর্যায়ক্রমে দ্বিগুণ দণ্ডের বিধান রয়েছে। আইনের এ বিধান কার্যকর তথা জনস্বাস্থ্য রক্ষার্থে এধরনের বিজ্ঞাপন দ্রুত অপসারণ করা হোক এটাই আমাদের কাম্য।

টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম@প্রজ্ঞা

About Tobacco Industry Watch

House 6 (3rd Floor, East Side), Main Road 3, Block A, Section 11, Mirpur, Dhaka-1216
Tel: +88-02-9005553, Fax : +88-02-8060751,
URL : www.tobaccoindustrywatchbd.org, Skype ID: progga.bd

Email: progga.bd@gmail.com, info@tobaccoindustrywatchbd.org