Sun Sun Sun Sun
E-newsletter: November 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

শুরু হয়েছে তামাক চাষ মৌসুম। দেশব্যাপী তামাক চাষ সম্প্রসারণে তামাক কোম্পানিগুলো এবারো অব্যাহত রেখেছে নানাবিধ কূটকৌশল ও আগ্রাসী কর্মকান্ড। কৃষকদের ঋণ ও উপকরণ সহায়তার লোভনীয় ফাঁদে আটকানো, ধৈঞ্চা চাষে উদ্বুদ্ধ করে তামাকের জন্য জমি দখল, আগাম সার পেতে স্থানীয় প্রশাসনের সাথে গোপন বৈঠক, সরকারি বেসরকারি পর্যায়ে সামাজিক কর্মকান্ডে আর্থিক সহযোগিতার নামে অবৈধ সারের অনুপ্রবেশ ঘটানো এমনকি কোনো কোনো স্থানে সুবিধা আদায় করতে না পেরে প্রসাশনিক কর্মকর্তাতে ভয়ভীতি প্রদর্শন করতেও পিছপা হয় নি তামাক কোম্পানিগুলো। সম্প্রতি গণমাধ্যমে তামাক চাষের চলতি মৌসুমকে ঘিরে তামাক কোম্পানির এসব অপতৎপরতার নগ্ন দৃশ্য উন্মোচিত হয়েছে । উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে দেশে গত মৌসুমে (২০১৩-১৪) মোট ১০৮,০০০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, আগের মৌসুমে (২০১২-১৩) যা ছিল ৭০০০০ হেক্টর। তবে চলতি মৌসুমে (২০১৪-১৫) তামাক কোম্পানিগুলো যে আরো বেশি পরিমাণ জমি তামাক চাষের আওতায় আনতে সক্ষম হয়েছে সেবিষয়ে কোনো সন্দেহ নেই। অধিকন্তু, এবছর যোগ হয়েছে আগ্রাসনের নতুন মাত্রা। একটি কোম্পানি কৃষকদের ঋণ হিসেবে সার প্রদানের বিপরীতে সিগারেট ক্রয়ের শর্ত আরোপ করেছে। দরিদ্র কৃষকদের একই সাথে তামাক উৎপাদন ও নির্দিষ্ট ব্র্যান্ড ব্যবহারের ফাঁদে আটকে ফেলছে কোম্পানিটি। এছাড়া নিত্যপ্রয়োজনীয় গৃহসামগ্রী উপহারের বিনিময়ে ভোক্তা বাড়ানোর প্রচেষ্টা চলছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। শহরের অলিগলিতে সিগারেটের নতুন নতুন কৌশলী বিজ্ঞাপনে নিয়োজিত করা হচ্ছে বেকার তরুণ- তরুণীদের। কনসার্ট আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে সিগারেটের নতুন ব্র্যান্ডের সাথে। তবে আশার কথা তামাক কোম্পানির এসব আগ্রাসী তৎপরতা রুখতে ভুক্তভোগী ও তামাকবিরোধীরা ক্রমশ সোচ্চার হচ্ছে। চলতি মৌসুমের শুরুতেই তামাক কোম্পানির সবচেয়ে আগ্রাসন কবলিত এলাকা হিসেবে পরিচিত কুষ্টিয়া, বান্দরবান ও লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে তামাকের বিকল্প ফসল চাষের পক্ষে র‌্যালী, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। তামাক বিরোধী বিভিন্ন সংগঠন ও মিডিয়াকর্মীদের তৎপরতায় সম্প্রতি ফিলিপ মরিস তার অবৈধ কনসার্ট বন্ধ করতে বাধ্য হয়েছে। মৃত্যু বিপণনকারীদের অপকৌশল প্রতিহত করতে তাই সময়োচিত ও সম্মিলিত পদক্ষেপের কোনো বিকল্প নেই। আসুন, তামাক কোম্পানির মুখোশ উন্মোচনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহায়তা করি। প্রতিদিনই মৃত্যু রুখি।