Sun Sun Sun Sun
E-newsletter: June 2015
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী তামাকের স্বাস্থ্যক্ষতির বিষয়টি স্বীকার করলেও বাজেটে তার কোন প্রতিফলন নেই। এবারের বাজেটেও মৃত্যুঘাতী তামাকের দাম বাড়লো না। তামাক কোম্পানির প্রতিনিধিরা বাজেটের আগে এনবিআর ও অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে যেভাবে তামাকে করহার নির্ধারণ করে দিয়েছিল তারই পূর্ণ প্রতিফলন ঘটেছে বাজেটে। উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটের সবকিছু যাতে ঠিকঠাক থাকে সেজন্য কোম্পানিগুলো অর্থমন্ত্রণালয়ের সাথে বাজেট পরবর্তী সভাও করেছিল। তবে সেখানে আর কোন হস্তক্ষেপ হয়েছে কিনা তা জানা যায়নি। তামাক কোম্পানিগুলো ইতোমধ্যে বাজেট জয়ের স্লোগান ব্যবহার করে বাজার দখলের প্রচেষ্টা চালাচ্ছে। আবুল খায়ের টোব্যাকো ভোক্তাদের আকৃষ্ট করতে - ‘আপনার প্রিয় মেরিস ব্রান্ড এখনও আগের দামে’ এই শিরোনামে বাজেট পরবর্তী স্টিকার ক্যাম্পেইন পরিচালনা করছে।
এভাবে বছরের পর বছর অকার্যকর করারোপের ফলে তামাক কোম্পানিই লাভবান হচ্ছে, জনস্বাস্থ্য সুরক্ষা পাচ্ছেনা। জনস্বাস্থ্য সবার উপরে। এই নিখাদ সত্য সরকার স্বীকার করলে তবেই জনস্বাস্থ্যের কল্যাণ হবে।