Sun Sun Sun Sun
E-newsletter: March 2014
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

পৃথিবীব্যাপী ক্ষমতাধর তামাক কোম্পানিগুলো সেরা সেরা বিপণন বিশেষজ্ঞ কাজে লাগিয়ে নিত্য নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনকে পাশ কাটিয়ে তামাকপণ্য বাজারজাত করে থাকে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন ২০১৩ পাশ করে তা কার্যকর করার পদক্ষেপ নিয়েছে। যদিও এই আইন বেশ কঠোর কিন্তু তামাক কোম্পানিগুলো সবসময়ই বিভিন্ন ফাঁক ফোকর খুঁজে কিভাবে আইন ফাঁকি দিয়ে তামাক পণ্যের বিপণন বাড়ানো যায়। এটি সত্য যে, আইন যত কঠোর হয় বাস্তবায়নও ততটাই কঠিন হয়। বাংলাদেশে বহুজাতিক তামাক কোম্পানিগুলো বহুদিন যাবতই তাদের ব্যবসা বাড়াতে অভিনব কায়দায় তামাকজাত দ্রব্য বিপণন প্রচার অভিযান চালাচ্ছে। সম্প্রতি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই) বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভেতরে হেল্পডেস্ক ও বুথ স্থাপন করেছে। পিএমআই এর এই প্রচারাভিযান ১০০ ক্রেডিট আওয়ার শেষ করা তরুণ তরুণীরদের টার্গেট করে পরিচালিত হয়েছে। উল্লেখ্য, এই হেল্পডেস্কগুলো মার্লবোরো সিগারেটের আদল ও রং দিয়ে তৈরি যার মাধ্যমে তারা পরোক্ষভাবে মার্লবোরো সিগারেটের প্রচার চালাচ্ছে, যা তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া চট্টগ্রামে উৎপাদিত জাভা ব্ল্যাক সিগারেট বাজারজাতকরণে অপর একটি তামাক কোম্পানি অতি উদ্ভাবনীয় কৌশলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সিগারেট প্যাকেটের ছবিসহ লিফলেট ছোট ছোট বাক্স এ লাগিয়ে বাই সাইকেলের পেছনে ঝুলিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সিগারেট বিক্রয় কেন্দ্রগুলোতে সিগারেট সরবরাহ করছে। এই বাক্সগুলোর গায়ে লেখা আছে, ‘আপনি একবার ব্ল্যাক এর কাছে গেলে আপনি কখনো ফিরে আসবেন না’। ‘ব্ল্যাক হয়ে যান।’ তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ আইন তোয়াক্কা না করে আভ্যন্তরিণ ও আন্তর্জাতিক বাজারে এভাবেই তাদের পণ্য বিপণন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তামাকের চাষ দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে (এই বছরে ১০৮,০০০ হেক্টরে এবং গত বছর ৭০,০০০ হেক্টরে তামাক চাষ হয়েছে), যা দেশের খাদ্য নিরাপত্তার জন্যে খুবই ভয়ঙ্কর। আমাদের খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ চিন্তা করেই তামাক উৎপাদনের এই ক্রমবর্ধমান বৃদ্ধি রোধ করতে হবে। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন জনস্বাস্থ্য সুরক্ষার সবচেয়ে কার্যকর হাতিয়ার। তবে আইনের সঠিক প্রয়োগ না হলে আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সহায়তা প্রদানের মাধ্যমে মৃত্যুবিপণন প্রতিরোধে সদা জাগ্রত।