Sun Sun Sun Sun
E-newsletter: January 2019
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

নতুন মন্ত্রিসভা ও প্রশাসনকে প্রভাবিত করতে শুরু হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর দৌড়ঝাঁপ। নানা মাধ্যম ব্যবহার করে সরকারের সর্বোচ্চ মহলের সাথে সর্ম্পক তৈরির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি, বিএটিবির চেয়ারম্যান দেশের প্রভাবশালী ব্যবসায়িক সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) এর সহ-সভাপতি হিসেবে শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিএটিবি এভাবেই সুকৌশলে দেশের প্রধান ব্যবসায়িক সংগঠনগুলোতে নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের কাজ করে চলেছে। উল্লেখ্য, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর মত দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠনসমূহের নেতৃস্থানীয় পদে রয়েছে বিএটিবি’র একাধিক কর্মকর্তা। এছাড়াও ব্যবসায়িক গোষ্ঠীকে নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইপিএবি) এর নির্বাহী কমিটিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দের পাশাপাশি বিএটিবি’র দুইজন কর্মকর্তা রয়েছে। তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি প্রণয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা এবং নানাবিধ ব্যবসায়িক সুবিধা আদায় করার লক্ষ্যেই মূলত বিএটিবি এসব প্রভাবশালী সংগঠনের সাথে যুক্ত হয়েছে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এসব ব্যবসায়িক সংগঠনে তামাক কোম্পানির নেতৃত্ব জনস্বাস্থ্য ও সার্বিক অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বর্তমান সরকার তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অঙ্গীকারবদ্ধ। তবে তামাক কোম্পানিকে ব্যবসা সম্প্রসারণের সুযোগ দিয়ে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন কখনই সম্ভব নয়।